
সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেট নগরীর লালবাজার ও আম্বরখানায় অভিযান চালিয়ে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
করোনাভাইরাসের অজুহাতে সিলেটে যেসব অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে অ্যাকশন।
কোনো কারণ ছাড়াই বেশি মূল্যে পণ্য বিক্রি করায় সিলেট নগরীতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর লালবাজার ও আম্বরখানায় এ অভিযান চালায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
অভিযানে লালবাজারে হযরত উজির শাহ ভেরাইটিজ স্টোরে আলুর দাম বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা এবং পেঁয়াজের দাম বেশি রাখায় নিউ তারা মিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, আম্বরখানায় মসজিদ মার্কেটে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় একরাম স্টোরকে ৫ হাজার টাকা এবং আব্দুল বারী ম্যানশনের ঘোষ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সানজিদা চৌধুরী। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি গোলাম রসুল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী জানান, দেশে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনাভাইরাসের অজুহাতে এবং রমজানকে সামনে রেখে পণ্যের দাম বাড়ানোর কোনো কারণ নেই। যারা দাম বাড়াবেন, তাদের বিরুদ্ধে অভিযান চলবে।