লিটন পাঠান মাধবপুর থেকে:: হবিগঞ্জে ছয় জুয়াড়িকে মোট ১৮দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন, সুমন মিয়া (২৬) মোঃ মারুফ (২৩) আবুল কাসেম(২৮) জহির হোসেন (২৩) ওয়াসিম (২৪) আবু সাঈদ (৫০)।
বৃহস্পতিবার রাতে জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়িদের উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারানের নিকট সোর্পদ করলে তিনি ৫ জুয়ারিকে ১৫ দিনের ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো:গোলাম মোস্তফা বলেন, অভিযানকালে তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।