সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট ও ঢাকা থেকে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক করেছে র্যাব।
পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
তিনি জানান, গত দুই দিন থেকে ঢাকার দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সবাই আনসার আল ইসলামের অর্থ শাখার সদস্য। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।