সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটের এক উপজেলায় ‘হোম কোয়ারেন্টাইনে’ ২২০জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২০, ২০২০, ০৫:০১ অপরাহ্ণ
সিলেটের এক উপজেলায় ‘হোম কোয়ারেন্টাইনে’ ২২০জন

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের এক উপজেলায় ‘হোম কোয়ারেন্টাইনে’ আছেন ২২০জন প্রবাসি।

সিলেটের ওসমানীনগরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩৩২জন প্রবাসীদের মধ্যে ২২০জন প্রবাসী রয়েছেন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে। ১১২জন প্রবাসী ১৪দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় এদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেয়া তথ্য অনুযায়ী ওসমানীনগর থানা পুলিশের অনুসন্ধানে কোয়ারেন্টাইনযুক্ত ও কোয়ারেন্টাইন মুক্ত সকল প্রবাসীই সুস্থ ও করোনা ভাইরাসমুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক।

গত ১৭ মার্চ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩২জন প্রবাসীর নামের তালিকা ওসমানীনগর থানা পুলিশের নিকট আসার পর থেকে এই সব প্রবাসীদের খোঁজ নিতে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করে ওসমানীনগর থানা পুলিশ। এদিকে, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন একায় মাইকিং করে সচেতনামুলক প্রচারণা শুরু করেছে।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, ওসমানীনগরে আগত ৩৩২জন প্রবাসীদের মধ্যে করোনা আতংকের জন্য বর্তমানে ২২০জনকে হোম কোয়ারিন্টেনে রাখা হয়েছে। ইতিমধ্যে ১১২জনের কোয়ারেন্টাইন ১৪ দিন অতিবাহিত হয়েছে অন্যদেরও ১৪ দিন অতিবাহিত হয়ে গেলে ছেড়ে দেয়া হবে। এখন পর্যন্ত কোনো প্রবাসী করোনায় আক্রান্ত হয়নি।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১