আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:২৫

সরানো হল ডিসি সুলতানাকে সঙ্গে ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৬, ২০২০, ০৩:২৯ অপরাহ্ণ
সরানো হল ডিসি সুলতানাকে সঙ্গে ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন।-ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: অবশেষে সরানো হল কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে। একইসাথে প্রত্যাহার করা হয়েছে তিনজন ম্যাজিস্ট্রেটকে।

সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে সরিয়ে দেয়া হয়েছে।

আজ সোমবার উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা সুলতানাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন এবং সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

আর কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম। আজ প্রেসিডেন্টের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন:  সিলেটসহ ২০ অঞ্চলে ৪৫ কিমি বেগে ঝড়ের আভাস

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১