আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১৪

দুই শিশু এক নারী নতুন করোনা রোগী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৬, ২০২০, ০৩:১৮ অপরাহ্ণ
দুই শিশু এক নারী নতুন করোনা রোগী

সিলেটের বার্তা ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত নতুন তিনজনকে সনাক্ত করা হয়েছে।

এই তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন নারী। এই পর্যন্ত ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, আইডিসিআর আর নমুনা সংগ্রহ করবে না। আপানাদের প্রয়োজন হলে হট লাইনে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। হটলাইনের তথ্যের ভিত্তিতে আপনাদের বাড়িতে আমাদের টিম পৌঁছে যাবে।

আমাদের ১৭টি হট লাইন চিকিৎসক দ্বারা পরিচালিত। সুতরাং আপনাদের নমুনা সংগ্রহের প্রয়োজন আছে কী নাই সেটি বিবেচনা করবেন ডাক্তাররা।

 

আরও পড়ুন:  চলতি বছরের বাজেট: সভায় ডাক পেলেন মাত্র ১১ মন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০