সংবাদ বিজ্ঞপ্তি:: পাপিয়াসহ বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত দুর্নীতি মামলা দায়ের, ডাক্তারদের টেস্ট বাণিজ্য বন্ধ ও বিশেষজ্ঞ ডাক্তারদের ৩০০ টাকা ফি নির্ধারণ, বর্ধিত গ্যাস ও বিদ্যুৎ, জীবন রক্ষাকারী ঔষধ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবিতে সিলেট নগরীতে মিছিল করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি।
রবিবার বেলা ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও পেশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সেপ্টেম্বর ২০১৯ সালে দুর্নীতির বিরুদ্ধে আপনার জিরো টলারেন্স ও শুদ্ধি অভিযান শুরু হলে জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও সমর্থন দেখা দিয়েছিল। তেমনি জনমনে প্রত্যাশা তৈরি হয়েছিল যে, এ অভিযান কঠোরভাবে চলবে। অত্র সংগঠন এই শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে সিলেট নগরীসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করে। যা গণমাধ্যমে প্রকাশিত হয়।
স্মারকলিপি কর্মসূচি শেষ করে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সমাপনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমীরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, ওসমানীনগর কলারাই বাজার সমিতির নেতা আরশ আলী, পশ্চিমাঞ্চল নেতা সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমীন তাহমিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার লিখন, অর্থ সম্পাদক রতন তালুকদার, সমাজসেবা সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ কাওছার আহমদ, শ্রমিক নেতা আদনান খান হেলাল, ক্ষুদ্র ব্যবসায়ী নেতা পিয়ার হোসেন প্রমুখ।