সংবাদ বিজ্ঞপ্তি:: ‘মুজিববর্ষের অঙ্গিকার নদী রাখবো পরিষ্কার’ এই প্রতিপাদ্যে সিলেটে এক বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে নগরীর ক্বীনব্রীজ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নদী পরিব্রাজক দলের নেতৃবৃন্দরা সুরমা নদী পরিদর্শন করেন।
র্যালীতে উপস্থিত ছিলেন, নদী পরিব্রাজক দল সিলেটের সভাপতি মো. আদিল হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান এরশাদ, সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, সাংগঠনিক সম্পাদক একে আজাদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্লাহ, সুমন আহমদ, রফিক উদ্দিন, সুহেল আহমদ প্রমুখ।
সুরমা নদী পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, সুরমা নদী নাব্যতা হারিয়ে ফেলছে। নদী পাড়ের লোকজন আবর্জনা, বর্জ্য নদীতে ফেলায় ফাল্গুন মাসেই নদী শুকিয়ে খেলার মাঠ হয়ে যায়। তাছাড়া প্রভাবশালীরা বিভিন্নভাবে নদী দখল করার পায়তারায় লিপ্ত রয়েছেন। সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ও নদী দখলমুক্ত করতে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।