আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৩৪

কদমতলী জুয়ার আসরে র‍্যাবের হানা, আটক-১২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ
কদমতলী জুয়ার আসরে র‍্যাবের হানা, আটক-১২

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর বহুল আলোচিত কদমতলী বালুমাঠ জুয়ারবোর্ডে হানা দিয়েছে র‍্যাব-৯।

গতকাল বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয় ১২ জুয়াড়িকে।

আটককৃতরা হচ্ছেন- দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আছদ্দর আলীর ছেলে জয়নাল আহমেদ (২২), দক্ষিণ সুরমার মিনি কোনা নাসির মিয়ার কলোনীর মৃত মাফিজ আলীর ছেলে আব্দুল কাদির (১৯), কদমতলী ভুটু মিয়ার কলোনীর মৃত মো. মাজুম মিয়ার ছেলে মো. শিপন (২২), কদমতলী দরিয়ার শাহ মাজার গেইট সংলগ্ন দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া হুসেন মিয়ার ছেলে নিজাম (৩৮), জকিগঞ্জ উপজেলার বাটয় সায় গ্রামের মঈনুল হকের ছেলে হোসেন আহমেদ (২৩), দক্ষিণ সুরমার কুচাই গ্রামের মো. শফিউল মিয়ার ছেলে মো. রাজু আহম্মেদ (২২), দক্ষিণ সুরমার রাখালগঞ্জের হাবিবুল্লার ছেলে মো. হাছান (১৮), কদমতলী জাহাঙ্গীর মিয়ার কলোনীর তোফাজ্জল হোসেনের ছেলে মো. তসকির হোসেন জসিম (২৬), কদমতলী আকবর মিয়ার কলোনীর মৃত মগবুল মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৫০), কদমতলী ছাত্তার মিয়ার বাসার ভাড়াটিয়া কুটু মিয়ার ছেলে বকুল (৬২), কদমতলী টারমিনাল এলাকার আব্দুল গফুরের ছেলে হায়দার (৩৮) ও কদমতলী শাহজাহান মিয়ার কলোনীর মৃত সিরাজের ছেলে মজিদ (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে মো. মজির মিয়ার পরিত্যক্ত টিনের চাপড়া ঘরের ভিতর থেকে তাদেরকে আটকসহ একটি জুয়ার বোর্ড, নগদ ৯ হাজার ৪৩৫ টাকাসহ বিভিন্ন জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়

আরও পড়ুন:  অল্পের জন্য বেঁচে গেলেন মেয়র!

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০