নিজস্ব প্রতিবেদক:: জর্ডানে প্রশিক্ষণ দিচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দুই কর্মকর্তা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের ৮ জন সদস্য ইউএস ডিপার্টমেন্ট অফ এ্যান্টি টেররিজম এ্যাসিস্ট্যান্ট (এটিএ) প্রোগ্রামের আওতায় বর্তমানে Jordan International Police Training Center (JIPTC) আম্মান এ Crisis Response Team Modified প্রশিক্ষনরত আছেন।
৮ মার্চ ২০২০ হতে শুরু হওয়া এই প্রশিক্ষনটি আগামি ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত চলবে।
টিমটির নেতৃত্বে রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদী হাসান শাতিল।
পুরো ট্রেনিংয়ে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকদের সাথে কো-ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট মেটোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মুনাদির ইসলাম চৌধুরী।