আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:১৮

করোনা প্রতিরোধে হবিগঞ্জে সভা-সমাবেশ বাতিল, কর্মকর্তাদের ছুটিও

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১০, ২০২০, ১১:২১ অপরাহ্ণ
করোনা প্রতিরোধে হবিগঞ্জে সভা-সমাবেশ বাতিল, কর্মকর্তাদের ছুটিও

নিজস্ব প্রতিবেদক::করোনা প্রতিরোধে সকল সভা-সমাবেশ বাতিল করেছে হবিগঞ্জ প্রশাসন।

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে হবিগঞ্জ জেলায় সব ধরনের সভা, সমাবেশসহ জনসমাগম ঘটতে পারে এমন অনুষ্ঠানগুলো বাতিল করা হয়।
একই সঙ্গে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, আগাম প্রস্তুতি হিসেবে জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনের ষষ্ঠ তলায় ৫০ শয্যা এবং প্রতিটি উপজেলায় ৪টি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহভাজনদের ১৪ দিন আইসোলেশনে রাখার জন্য জেলা পরিষদ হল রুম প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকরাও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি এবং প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি প্রতি রোববার সভা করবে। ইতিমধ্যে তারা দুটি সভা করেছেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে সমন্বয়ক করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ৩ জন কর্মকর্তা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার ও এনডিসি প্রতীক মণ্ডল উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক একাধিকবার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক জানান, এখানে বিস্তীর্ণ এলাকা শিল্পাঞ্চল। এগুলোতে অনেক বিদেশি কাজ করেন। অনেক বিদেশি যাতায়াতও করেন। শিল্প কারখানাগুলোতে বলে দেয়া আছে যদি কোনো বিদেশি আসেন বা যারা কাজ করেন তারা বিদেশ গেলে সে তথ্য যেন জেলা প্রশাসনকে অবহিত করা হয়।

তিনি জানান, জেলায় যদি কেউ বিদেশ থেকে আসেন বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ ৬টি দেশ থেকে আসেন তারা যেন নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকেন। বিদেশ ফেরতদের নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন:  হবিগঞ্জে 'ভুলে ভরা' অষ্টম শ্রেণির প্রশ্নপত্র!

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০