আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২৮

মুন্নার খুনীদের বিচার দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২০, ০২:০১ অপরাহ্ণ
মুন্নার খুনীদের বিচার দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

রেজওয়ান করিম, গোয়াইনঘাট:: সিলেট নগরীতে হকারদের ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মুন্নার খুনীদের বিচার দাবিতে গোয়াইনঘাটে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট সরকারি কলেজের মেধাবী ছাত্র নজরুল ইসলাম মুন্নার হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ রবিবার বেলা ১২টায় গোয়াইনঘাট সরকারি কলেজের সামনে কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাসহ সাধারণ জনগণও মানববন্ধনে অংশ নেন।

গোলাম রেজওয়ান রাজীবের পরিচালনায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী অধ্যক্ষ তপন কৃষ্ণ, সারওয়ার হোসেন বাবর, শামীম আহমদ, পলকসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

অধ্যক্ষ ফজলুল হক বক্তব্যে বলেন, জিন্দাবাজারে হকারদের হামলায় গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্নাকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে অবিলম্বে খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান।

অন্যথায় শুধু গোয়াইনঘাট নয় সিলেটসহ সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে।

ছাত্রদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ডালিম আহমদ, রাসেল আহমদ,শাহীন আহমদ,নুরুল আদম এমদাদ, নাজিম উদ্দিন।

 

আরও পড়ুন:  সিলেটে করোনা আক্রান্ত ৩৪৮৬৪: মৃত্যু ৬০৬

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১