আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৩৪

করোনা ঝুঁকিতে বাংলাদেশ, বড় সমাবেশ না করতে চীনা রাষ্ট্রদূতের পরামর্শ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২০, ০৮:১৩ অপরাহ্ণ
করোনা ঝুঁকিতে বাংলাদেশ, বড় সমাবেশ না করতে চীনা রাষ্ট্রদূতের পরামর্শ

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণ নাশী করোনাভাইরাসের ঝুঁকিতে বাংলাদেশ, তাই বড় ধরণের কোনো সমাবেশ না করতে পরামর্শ দিয়েছেন চীনা রাষ্ট্রদূত

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। পাশ্ববর্তী দেশগুলোতে করোনা সংক্রমণের ফলে বাংলাদেশ এখন ঝুঁকিতে। তাই চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস স্ক্রিনিং পরীক্ষা পর্যাপ্ত নয়। করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের যেসব ব্যবস্থা তা বাংলাদেশের জন্য সন্তোষজনক নয়।

কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চীনের বাইরে নতুন নতুন করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। আর বাংলাদেশ তার বিমানবন্দরে শুধু চীন থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করছে। এ সময় তিনি বাংলাদেশের করোনাভাইরাস সনাক্তকরণ প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক বলে এর সমালোচনা করেন।

বাংলাদেশে যারাই প্রবেশ করছেন তাদের প্রত্যেককে স্ক্রিনিংয়ের জন্য তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এই সময়ে বড় সমাবেশ না করার বিষয়েও নিজের পরামর্শ তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত।

আরও পড়ুন:  পররাষ্ট্রমন্ত্রীর বাজিমাত: বাংলাদেশকে ২ লাখ টিকা দিচ্ছে রোমানিয়া

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১