সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোটাটিকরের যুবককে ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২০, ০৭:২৩ অপরাহ্ণ
গোটাটিকরের যুবককে ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকার তুরাগ থানার আব্দুল্লাহপুর থেকে সিলেট নগরীর গোটাটিকরের জাবেদুর রহমান জাবেদকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ।

জাবেদ মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. আখতার হোসেনের ছেলে।

এঘটনায় পুলিশ অপহরণচক্রের এক সদস্যকে আটক করেছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

এসএমপি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করলে পুলিশ প্রযুক্তি সহযোগিতায় ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় মো.রাব্বী (১৯) নামে অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃত রাব্বি চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১