
নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক অভিযানে অস্ত্রসহ ২জনকে আটক করেছে র্যাব-৯।
গতকাল মঙ্গলবার (৩মার্চ) পৃথক পৃথক অভিযান চালায় র্যাব।
সুনামগঞ্জের জগন্নাথপুরের বরকাপন গ্রাম থেকে পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৪৯)কে আটক করা হয়। আটক আব্দুল কাইয়ূম ছাতক উপজেলার খুরিদ গ্রামের মৃত গৌছ আলীর ছেলে।
এসময় তার কাছ থেকে ১ টি পাইপগান, ২ টি কার্তুজ ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল থেকে নারী নির্যাতন মামলার ১ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার হবিগঞ্জ জেলার বাহুবল থানার নন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাহুবল থানার সিআর-৩০/১৮ এর পলাতক আসামিকে মো. আবু তাহের (২৬)-কে গ্রেফতার করা হয়। সে নন্দনপুরের আব্দুল আলীর ছেলে।
পরে গ্রেফতারকৃত আবু তাহেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।