
মাধবপুর প্রতিনিধি:: পিকআপ-ট্রাকের ত্রীমুখী সংঘর্ষে এক চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
আজ রবিবার (০১মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া (৩০) শরিয়তপুরের বাহেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল নিহত ব্যক্তিকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মনিরুজ্জামান চৌধুরী, জানান, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী ট্রাক ও দুইটি পিকাপ ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক মিয়ার লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে।