সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে পুলিশের সাথে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে বুলু নামের এক ডাকাত সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
খাগাবালা ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। ডাকাত সদস্যদের ছুড়া গুলিতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
এসময় ডাকাতদের কাছ থেকে ২ টি সিএনজি, ১ টি পাইপগান, ১ টি কাটা রাইফেল, গ্রিল কাটার ও ডাকাতিকৃত মালামাল উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর।