আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৪৮

নয়াসড়কে ঘটনা, রিকাবীবাজারে গিয়েই গাড়িসহ ছিনতাইকারী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০১:৫৪ পূর্বাহ্ণ
নয়াসড়কে ঘটনা, রিকাবীবাজারে গিয়েই গাড়িসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক:: নয়াসড়ক থেকে রিকাবীবাজার স্টেডিয়াম পয়েন্টে যেতে সময় কতখানি ব্যয় হবে তাতো অনুমান করতে পারছেন।

এক পয়েন্ট থেকে ছিনতাই অপর পয়েন্টে পৌছা মাত্র গাড়ীসহ ধরা পড়ল ছিনতাইকারী।

ঘটনার ২০মিনিটের মাথায় অপারেশন শেষ।

২৩ ফেব্রুয়ারি, রোববার রাত সাড়ে ১০ টায় জেলা স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে থেকে হাবিবুর রহমান  নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

এসময় প্রাইভেট কার (ঢাকা খ- ১১-০০৭০)টি উদ্ধার করে পুলিশ।

আটককৃত হাবিব হবিগঞ্জের বালিয়াকান্দি গ্রামের আবদুল মোহিতের ছেলে। প্রাইভেট কারের মালিক রায়হান মিয়া। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন ছৈতন জালালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাত সোয়া ৮ টায় নগরীর নয়াসড়ক এলাকায় গাড়ি মালিক রায়হানকে আসামী কতৃক ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে গাড়ি নিয়ে পালিয়ে গেলে তিনি বিষয়টি সিলেট কোতয়ালী থানায় অবগত করেন। অভিযোগের ২০ মিনিটের মধ্যেই কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞার নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ জেলা স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে থেকে গাড়িসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

 

আরও পড়ুন:  অবিলম্বে ইসলামবিরোধী সিলেবাস বাতিল করতে হবে-সিলেট মহানগর ছাত্র জমিয়ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১