
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন ইসলামপুর বাজার এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। তার কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
এহসানুল করিম মাবরুর (২৮) নামের ওই যুবক শাহপরানের লালখাটঙ্গী গ্রামের নাজমুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, আটক মাবরুরের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাকে শাহপরান থানায় হস্তান্তর করেছে র্যাব।