সিলেটের বার্তা ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে আজ ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর নেতৃত্বে এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান(জামিল)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ প্রমুখ।