আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ৩:১১

সিলেটে ছয় বিএনপি নেতার জামিন লাভ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০২:৪৩ অপরাহ্ণ
সিলেটে ছয় বিএনপি নেতার জামিন লাভ

জামিন পেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জের ৬ বিএনপির নেতা।

সিলেটের বার্তা ডেস্ক:: জাতীয় সংসদ নির্বাচনের একটি রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জের ৬ বিএনপির নেতা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ঐ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল তাদের বিরুদ্ধে।

জামিন প্রাপ্তরা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলাম (ফখরু মেম্বার), পূর্ব ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাজ উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরুজ মিয়া।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট সমিউল আলম, এডভোকেট নূরুল হক, এডভোকেট মোঃ লালা, এডভোকেট সোহেল আহমদ, এডভোকেট বদরুল আলম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নির্বাচনকালীন সময়ে কোম্পানীগঞ্জ থানায় (বিশেষ ক্ষমতা ১১১/১৯) একটি মামলায় বিএনপির ঐ ৬ নেতাকে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঐ মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন বিএনপির নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন:  ক্যাপ্টেন শহীদ শেখ কামালের জন্মদিনে মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১