নিজস্ব প্রতিবেদক :-বিশিষ্ট আলেমে দিন মাওলানা জোবায়ের আহমদ আনসারীর মৃত্যুর খবর ফেইসবুক গুজব, আজ শুক্রবার রাত ৮,ঘটিকা থেকে তিনি মারা গেছেন এমন খবর একাধিক ফেসবুক আইটি থেকে ছবি ভাইরাল হতে থাকে, জোবায়ের আহমদ আনসারী হুজুর আর নেই, সিলেটের বার্তার প্রতিবেদক বিভিন্ন মাদ্রাসার আলেম ও বক্তদের সাথে কতা বলে নিশ্চিত হওয়ার পর, আসলে মৃত্যুর সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে, আনসারী সাহেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়ার পর চিকিৎসা নিয়ে সুস্ত হয়ে, বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, সিলেট ও বিবাড়িয়া নিজ এলাকায় একাধিক স্হানীয় বাসিন্দা ও মসজিদের পেশ ইমাম হুসাইন আহমদ জানান কিছু অসুস্থ আছেন হুজুর এখন বাড়িতে আছেন আলাপ করে নিশ্চিত হওয়া যায়।