
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ভারতীয় হরলিক্সসহ বুঙ্গার কারবারে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের পান্তমাই এলাকার আলীম উদ্দীনের ছেলে আব্দুর রহিম রুবেল (২৬) ও একই উপজেলার কালিজুরি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জুবের আহমদ (২২)।
রবিবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে একটি লেগুনা গাড়ীর ভেতরে থাকা ৬২৪টি ভারতীয় হরলিক্স জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চৌকিদেখীস্থ নাভানা সিএনজি পাম্পের সামনে রাস্তার উপর একটি লেগুনা গাড়ী ( সিলেট ছ ১১-২২-৮৪) থেকে ৯টি প্লাস্টিকের বস্তা পায় পুলিশ।
এগুলো খুলে ৬২৪টি ভারতীয় হরলিক্স জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, আসামীরা গোয়াইনঘাট সীমান্ত দিয়ে চোরাই মালামাল সিলেট শহরে বিক্রির জন্য নিয়ে এসেছিল। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।