মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে শাহ আলম (৩০) নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান এর কার্যালয়ে হাজির করলে এ দন্ডাদেশ প্রদান করেন।
মাধবপুর থানার এসআই বিল্লাল হোসেন জানান, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
শাহ আলম মদ সেবন করে মাতলামি করার সময় জনতার সহযোগিতায় দরগা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।