আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:১৬

মিনি ফুটবল স্টেডিয়াম হবে জৈন্তাপুরে: নাদেল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৬, ২০২০, ১২:৪০ পূর্বাহ্ণ
মিনি ফুটবল স্টেডিয়াম হবে জৈন্তাপুরে: নাদেল

খেলাধুলা বার্তাঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে উপজেলা পর্যায়ে ভাল মানের খেলোয়ার তৈরীতে পৃষ্টপোষকতা করে আসছে।

অচিরেই জৈন্তাপুরে মিনি ফুটবল স্টেডিয়াম তৈরী করে দেয়া হবে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে নাইট মিডবার ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪)মার্চ ইউনিয়নের হযরত শাহজালাল রঃ ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে কহাইগড় গ্রাম বাসীর উদ্যোগে আয়োজিত নাইট মিডবার ফুটবল টর্নামেন্ট এ বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাসিমের সভাপতিত্বে ও ফখরুল ইসলাম মেম্বার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহমেদ,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী , বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার রহিম চৌধুরী।

জৈন্তাপুর উপজেলায় মাঠের জন্য স্থান নির্ধারন করেন আগামী ৬ মাসের মধ্যে এ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন আলাী,সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কুমার,সদস্য মুজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ, যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন,ছাত্রদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আশিক উদ্দিন, ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী,সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর কর্মচারী ইউনিয়ন ( সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা,কর্মচারী লীগের সভাপতি হারুন রশীদ, সমাজ সেবক উদ্দিন, গোলাম কিবরিয়া চৌধুরী,পরিচালনা কমিটির সদস্য কামরান হোসেন, সিলিম আহমেদ, সাহেদ আলী,আতাউর রহমান, আব্দুল মান্নান, কয়েছ আহমেদ, খালেদ প্রমুখ।

ফাইনাল খেলায় চিকনাগুল আলোর দিশারী সমাজ কল্যাণ সংঘ রামেশ্বর ট্রাইব্রেকারে (২-১) গোলে গোয়াইনঘাট উপজেলার কোওর বাজার ডিফেন্স ক্লাব -কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন:  কোম্পানীগঞ্জ থেকে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১