আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:০৫

১৭ মার্চ সকালে শ্রদ্ধা, বিকালে মিলাদ ও শিরণি বিতরণ করবে মহানগর যুবলীগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২০, ০৯:১৩ অপরাহ্ণ
১৭ মার্চ সকালে শ্রদ্ধা, বিকালে মিলাদ ও শিরণি বিতরণ করবে মহানগর যুবলীগ

সংবাদ বিজ্ঞপ্তি:: আগামি ১৭ মার্চ মঙ্গলবার সকালে জাতির পিতার প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন, বিকালে মিলাদ-দোয়া ও শিরণি বিতরণ করবে সিলেট মহানগর যুবলীগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের উদ্বোধনী দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর যুবলীগ।

কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ই মার্চ মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন। বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হবে। ঐদিন রাত ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষে সুরমা নদীর সম্মুখস্থ ক্বীনব্রীজে ফানুশ উড়ানো হবে।

উক্ত কর্মসূচী সফল ও স্বার্থক করে তোলার জন্য সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

 

আরও পড়ুন:  সিলেটে আরও ৩৭ জনের করোনা শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১