আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৫৭

হবিগঞ্জে একবছরে কমেছে ৩০হেক্টর গম চাষ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২০, ০৮:৫৮ অপরাহ্ণ
হবিগঞ্জে একবছরে কমেছে ৩০হেক্টর গম চাষ

মাধবপুর থেকে মোঃ লিটন পাঠান:: হবিগঞ্জে একবছরে কমেছে ৩০হেক্টর গম চাষ। গত বছর যেখানে ১৪০ হেক্টর জমিতে গম চাষ করেছিলেন হবিগঞ্জের মাধবপুরের চাষিরা। আজ মাঠপর্যায়ে সেই গম চাষ নেমে এসেছে ১১০হেক্টরে।

আবহাওয়ার বিরূপ প্রভাবসহ নানা রোগের কারণে গম চাষ করার প্রতি বর্তমানে আগ্রহ হারিয়ে ফেলছেন চাষিরা।

স্থানীয় চাষী কামরুল ইসলাম ও মানিক মিয়া জানান, এক দশক আগেও গম চাষ করে ভালো মুনাফা পাওয়া যেত। এখন ব্লাস্টারসহ নানা রোগের প্রাদুর্ভাবে ওইসব জমিতে গম চাষাবাদে আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে না।

ফলে লাভের আশায় এখন ইরি, বোরো ধান ও অন্যান্য সবজি উৎপাদন করা হচ্ছে চাষী হাজী বলেন, গম চাষে তেমন লাভ না থাকায় শুধু নিজেদের খাওয়ার প্রয়োজনে এবার ১৫ শতক জমিতে গমের আবাদ করেছি মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার সাইফুল ইসলাম জানান, ভৌগলিক অবস্থানের কারণে মাধবপুর অঞ্চলের জমিগুলো গম চাষের জন্য খুবই উপযোগী আর সঠিক সময় বীজ বপন করলে ব্লাস্ট রোগের আক্রমণ হয় না চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে মাত্র ১১০ হেক্টর ফলে এবারেও ঘাটতি রয়েছে।

 

আরও পড়ুন:  নতুন শিক্ষকদের বরণ করে নিল মাধবপুর শিক্ষা অফিস

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০