
সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় রুয়েল আহমদ নামের এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত স্কুলছাত্রের নাম রুয়েল মিয়া (২২)।
শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের দক্ষিণ বালিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুয়েল মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকার দন্ত চিকিৎসক তোফায়েল আহমেদের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার (১৪ মার্চ) রুয়েল ও অপর সহযাত্রী টিলাগাঁও গ্রামের রুবেল মিয়া( ২১) মোটরসাইকেল যোগে বটরতল থেকে ভানুগাছ যাওয়ার পথে দঃবালিগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পাস দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
এসময় দুইজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়লে রুয়েল মিয়া মাথায় হাতে ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রুয়েল এর মৃত্যু হয়। নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুয়েল মিয়া কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।