আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১৬

চালিবন্দর ও নয়াবাজার থেকে ১১জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ০৯:৫১ অপরাহ্ণ
চালিবন্দর ও নয়াবাজার থেকে ১১জুয়াড়ি আটক

চালিবন্দর ও নয়াবাজার থেকে ১১জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বহুল আলোচিত চালিবন্দর ও বিমানবন্দর এলাকার নয়াবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়েছে র‌্যাব-৯।

শুক্রবার পৃথক পৃথক এ অভিযানে ১১জুয়াড়িকে আটক করা হয়।

বিকালে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থানাধীন নতুন বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আক্কল হোসেন (৯), আব্দুল খালেক (৬৫), আব্দুল (৫০), মোহাম্মদ হোসেন (৬৫), হায়দার আলী (৩৫), আয়নাল হোসাইন (৩১) ও সেলিম মিয়া (২৭)।

তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার চালিবন্দর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- ফজলুল করিম ওরফে ফজলু (৪০), আল আমিন (২৫), মজিবর রহমান ওরফে মজি (৬১) ও কবির আহমদ (৪৫)।

তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

আরও পড়ুন:  জনতার কামরান স্মৃতিতে চির অম্লান-মহানগর আওয়ামী লীগ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১