সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হবিগঞ্জে জুয়ার বোর্ডের পাহারাদারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ০৮:২৮ অপরাহ্ণ

মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জে জুয়ার জুয়ারবোর্ডের পাহাড়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসমাইল হোসেন নামের (৫৮) মাধবপুরের একটি জুয়ার বোর্ডের পাহাড়াদারের কাজ করতেন।

শুক্রবার দুপুরে মাধবপুর থানা পুলিশ তার বাড়ির পাশে রেল সড়কের নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর ও আখাউড়া সিলেট রেল সেকশনের শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।

নিহতের মেয়ে নূরজাহান ও ভাতিজী সায়মা আক্তার জানান, রেল সড়কের পূর্ব পাশে চা বাগান এলাকায় প্রতিরাতেই জুয়া খেলার একটি বোর্ড বসে। জুয়া খেলায় আইনশৃংখলা রক্ষাকারী ব্যক্তিদের আগমনে খবর দেয়ার জন্য প্রতিরাতে ইসমাইল ৫শত টাকা মুজুরীতে পাহাড়ায় নিযুক্ত ছিল।
ওই দিন রাত সাড়ে দশটায় প্রতি দিনের ন্যায় ঘর থেতে বের হয় ইসমাইল পর দিন সকালে রেল সড়কের পাশে তারা বাবার লাশ ক্ষতবিক্ষত দেখতে পায়।

পরিবারের অভিযোগ তার বাবাকে পরিকল্পতি ভাবে হত্যা করে লাশ রেল সড়কের পাশে ফেলে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে নিহতের পক্ষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১