সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাজাপ্রাপ্ত চার ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত চান মিয়ার পুত্র লোকমান হোসেন, ঢালিয়া গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র হারিছ মিয়া ও তার পুত্র নজরুল ইসলাম, পেকপাড়া গ্রামের আরব আলীর পুত্র রুবেল মিয়া।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, তারা সবাই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।