সিলেটের বার্তা ডেস্ক:: করোনাভাইরাস প্রতিরোধে সিলেটের মৌলভীবাজারের তিনটি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ ১৩ মার্চ শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে থেকে এসব চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে।
ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত সরকার অনুমোদন দিলে যে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে।
এ বিষয়ে চাতলাপুর চেক পোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. জামাল বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কিছু করার নেই। তবে করোনা সনাক্ত করার জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার।
বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সব ভিসা স্থগিত করা হবে। এটি কার্যকর হবে ১৩ মার্চ রাত ১২টা থেকে।
তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।
একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।