আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:১৪

শুভ সকাল: ১৩ মার্চ-২০২০

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ণ
শুভ সকাল: ১৩ মার্চ-২০২০

সিলেটের বার্তা ডেস্ক:: কৃতজ্ঞতা জানাই সেই সে প্রভূর যিনি আমাদের আরো একটি সকাল উপহার দিয়েছেন।

শুভ সকাল। আজ ২৯ফালগুন ১৪৪৬ বাংলা। ১৭ রজব ১৪৪১ হিজরি। ১৩ মার্চ ২০২০ ইংরেজি।

আজ শুক্রবার। জুমাবার আজ। আজ ছুটির দিন।

সবাই আজ ঘুম থেকে উঠে নাস্ত করে ফ্রেস হয়ে মসজিদ পানে নামাজ পড়তে যাবেন। আবার কেউ যাবেন শুভকাজে। কেউবা পরিবার নিয়ে ঘুরতে।

আজকের এই দিনে যাদের জন্ম তাদেরকে জানাই শুভ জন্মদিন। আর যারা আজকের এইদিনে মৃত্যুবরণ করেছেন। তাদের প্রতি শোক।

আজকের এই দিনের ইতিহাসটা জেনে নিই।  

০০৪৫ – থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।

১৭৫৮ – হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।

১৭৮১ – স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।

১৭৯৯ – মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু।

১৮৭৮ – বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।

১৮৮১ – রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।

১৮৯৬ – নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯০৬ – মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।

১৯৩০ – সৌরম-লের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।

১৯৫৪ – ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।

১৯৭১ – শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।

১৮৮১ – রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।

জন্ম:

১৭৩৩ – ইংরেজ রসায়নবিদ জোসেফ প্রিস্টলির জন্ম।

১৮৬১ – সাহিত্যিক ও সম্পাদক জলধর সেনের জন্ম।

১৮৯৪ – খ্যাতনামা বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর (সত্যেন বোস) জন্ম।

১৯০০ – গ্রিসের নোবেলজয়ী (১৯৬৩) কবি গেওর্গে সেফেরিসের জন্ম।

১৯৩০ – বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের জন্ম।

১৯১৪ – খ্যাতনামা বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম।

আরও পড়ুন:  রাতের ভূমিকম্প ছিল ৩.৬ মাত্রার

মৃত্যু:

১৭৩৯ – সুবাদার সুজাউদ্দিন খানের মৃত্যু।

১৭৪৮ – সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ির মৃত্যু।

১৮৯৪ – জার্মান পদার্থবিজ্ঞানী হার্টজের মৃত্যু।

১৯০১ – মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসন মৃত্যুবরণ করেন।

১৯৭৬ – পল্লীকবি জসীম উদ্দীনের ইন্তেকাল।

১৯৮৫ – কবি দিনেশ দাশের মৃত্যু।

১৯৯৬ – পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি মৃত্যুবরণ করেন।

সবার প্রতি রইলো শুভেচ্ছা। সবার পথচলা হোক নিরাপদ ও মসৃণ।

শুভ হোক আজকের সারাদিন।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১