সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় ২ ফার্মেসিকে জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২০, ১১:১৬ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় ২ ফার্মেসিকে জরিমানা

সিলেটের বার্তা রিপোর্ট:: মাস্কের দাম বেশী রাখায় সিলেটের দক্ষিণ সুরমায় দুই ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দক্ষিণ সুরমা  ও সিলেট নগরীর  বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার আইনের মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

এসময় দক্ষিণ সুরমার রংধনু মাকেটের রংধনু মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা, মেসার্স প্রমি ড্রাগ হাউজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিভিন্ন ফার্মেসির ফ্রিজ বন্ধ থাকার কারণ দর্শানোর নোটিশসহ ওষুধের উপর ধুলাবালি পড়ার বিষয়ে ড্রাগ ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বুধবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ ও ড্রাগ কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলেটের বার্তাকে বলেন,  আমাদের অভিযান সিলেট শহরে অব্যাহত থাকবে।

সিলেটের বার্তাকে একাধিক ড্রাগ দোকান মালিকের জানান, মাস্কের কথা আমরা বিভিন্ন কোম্পানীকে বলে দেওয়ার পরেও আমাদের দেওয়া হচ্ছে না!

আর যা আছে এইগুলো বেশি ভালো না, আবার অনেকে বেশি দামে বিক্রি করার নিষেধাজ্ঞা থাকার পরেও বেশি দাম রাখা হচ্ছে অনেক ক্রেতাদের অভিযোগ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০