আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:০৪

সিঙ্গাপুরে বন্ধ হচ্ছে সকল মসজিদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২০, ০৭:৩৯ অপরাহ্ণ
সিঙ্গাপুরে বন্ধ হচ্ছে সকল মসজিদ

আন্তর্জাতিক বার্তাঃ করোনা ভাইরাস প্রতিরোধে এবার বন্ধ করা হচ্ছে সিঙ্গাপুরের সকল মসজিদ।

খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

দেশটিতে অন্তত পাঁচ দিনের মসজিদগুলো ভালোভাবে পরিষ্কারের জন্য বন্ধ করা হবে। প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় কয়েকটি ইসলামি সম্মেলনে যোগদানের পরে তাদের কয়েকজন আক্রান্তের ঘটনায় এ সিদ্ধান্ত নগর কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের ধর্মীয় পরিষদ জানায়, শুক্রবার থেকে এ বন্ধ কার্যকর করা হবে। এতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিন দিনের ধর্মীয় অনুষ্ঠানে ৯০ সিঙ্গাপুরিয়ান যোগ দিয়েছেন, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সিঙ্গাপুরে বেশ কয়েকটি ধর্মীয় কমিউনিটি বিভিন্ন ধরনের সভা-সমাবেশ বা জমায়েত বাতিল করেছে। এ ছাড়া শহরটিতে সম্প্রতি কয়েক সপ্তাহে ১৭৮ জন আক্রান্ত ব্যক্তি যাতে এ ভাইরাস ছড়াতে না পারে সে চেষ্টা করা হচ্ছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ইউরোপ, যুক্তরাষ্ট্রের পর এটি প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে ছড়িয়ে পড়ে। ফলে দক্ষিণ এশীয় দেশগুলো এ ভাইরাসে সংক্রামণ নিয়ে আতংকে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ১৬৭ জন। আর এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মুত্যৃ হয়েছে ৪৭৪৯ জনের।

 

আরও পড়ুন:  আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতি সংঘের তদন্ত টিম

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১