আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৫৫

পুলিশের জালে ‘মাদক সম্রাজ্ঞী’ রিনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২০, ০৭:১৪ অপরাহ্ণ
পুলিশের জালে ‘মাদক সম্রাজ্ঞী’ রিনা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর থেকে রিনা বেগম নামের এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ।

আটক রিনা বেগম জৈন্তাপুর সদর ইউনিয়নের মোকামবাড়ি গ্রামের মো. জলিলের স্ত্রী।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক।

পুলিশ জানায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ও ৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৬৫ হাজার ২শ’ টাকা জব্দও করে পুলিশ।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জলিল পালিয়ে যান। রিনা বেগমকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:  এলজিআরডি মন্ত্রী সিলেট আসছেন শুক্রবার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০