
নিজস্ব প্রতিবেদক:: আপনি কি কিডনি রোগে ভুগছেন। আপনি কিডিনি সংক্রান্ত রোগের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে চান।
তাহলে আপনার জন্য কিডনি ফাউন্ডেশন সিলেটের সুখবর।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষ কিডনি ফাউন্ডশন হাসপাতাল সিলেট-এর ফ্রি মেডিকল ক্যাম্প আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। চলবে ৩দিন পর্যন্ত।
এই ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ১২ মার্চ বহস্পতিবার থেকে শুরু হবে।
“সুস্থ কিডনি, সর্বত্র সবার জন্য- রোগ নির্ণয় ও প্রতিরাধ” শীর্ষক এ প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব কিডনি দিবস পালিত হবে।
এ উপলক্ষ কিডনি ফাউন্ডশন হাসপাতাল সিলেট-এর ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্য রয়ছ, আজ বহস্পতিবার সকাল ৯টায় কিডনি ফাউন্ডশন হাসপাতালের শাহজালাল উপশহরস্থ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি।
সকাল ১০টা থক ১২টা পর্যন্ত বিনামূল্য ফ্রি মডিকল ক্যাম্প, রক্ত ও প্রস্রাব পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান।
বিনামূল্য ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে আগ্রহীরা কিডনি ফাউন্ডশন হাসপাতাল, শাহজালাল উপশহর, সিলেট-এ যোগাযোগ করতে বলা হয়েছে।