
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে ইয়াবা সম্রাট জালালকে আটক করেছে র্যাব-৯।
আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার সত্যজিৎ কুমার ঘোষ।
আটককৃত মো. জালাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার ছেলে।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৯’র একটি অভিযানিক টিম বুধবার উপশহর এ ব্লক, ৮নং রোডের একটি বাসায় অভিযান চালায়।
এসময় ৯২০ পিস ইয়াবাসহ পেশাদার ইয়াবা ব্যবসায়ী মো. জালাল উদ্দিনকে আটক করা হয়।