আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৩৮

করোনা প্রতিরোধে তামাবিল স্থলবন্দরে বাড়তি নজরদারি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ০৭:৪১ অপরাহ্ণ
করোনা প্রতিরোধে তামাবিল স্থলবন্দরে বাড়তি নজরদারি

রেজওয়ান করিম, গোয়াইনঘাট:: সর্বনাশী করোনা ভাইরাস সচেতনতায় তামাবিল স্থলবন্দরে বেড়েছে প্রশাসনের বাড়তি নজরদারি।

সীমান্তের অপার থেকে আসা পর্যটকসহ ব্যবসায়ীদের স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।

আজ বুধবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাটের  তামাবিল স্থলবন্দরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্টিত হয়।

সারাদেশের ন্যায় সর্বনাশী করোনা ভাইরাস জনিত স্বাস্থ্য সচেতনতায় সিলেটের গোয়াইনঘাট প্রশাসনের পক্ষ থেকে নানান রকম নজরধারী চলছে।
উক্ত স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত কয়লাবাহী ট্রাক এবং ভারত ভ্রমণশেষে দেশী পর্যটকরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে।

সেসব ট্রাক চালকসহ তাদের সহযোগী এবং পর্যটকরা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা,

সেজন্য মেডিকেল চেক আপ ছাড়া কেউ যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ক্যাম্পেইনে গুরুত্বারোপ করা হয় এবং অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।

উপজেলা পরিষদ আইনশৃংখলা সভার সিদ্ধান্ত মোতাবেক এরই ধারাবাহিকতাায় সিলেটের ব্যস্ততম তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেছেন পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

তিনি গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদকে সাথে নিয়ে তামাবিল স্থল বন্দর পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিকেল টিমের সদস্যরা। মেডিকেল চেক আপের জন্য ডাক্তাররা যাতে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য একটি কক্ষের ব্যবস্থা করে দেয়া হয়েছে এবং আরো ডাক্তার বাড়ানো হবে বলে যানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সজিব মিয়া, মোঃ ইব্রাহিম খলিল,পর্যটন পুলিশ জাফলং জোনের ইন্সপেক্টর রতন শেখ, তামাবিল ইমিগ্রেশন ফাড়ি ইনচার্জ এস আই মওদুদ আহমেদ রুমি, বিজিবি তামাবিল ফাড়ির নায়েব সুবেদার রবিউল ইসলাম মেডিকেল টিমের চিকিৎসক, আমদানিকারক ব্যবসায়ী জালাল উদ্দিন, ইসমাইল হোসেন প্রমুখ।

আরও পড়ুন:  বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথা মার্চ মাস শুরু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭