আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২২

শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ গাছ রোপণের নির্দেশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ০৫:৫৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ গাছ রোপণের নির্দেশ

গাছের চারা হাতে শিক্ষার্থীরা--ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: ১৭ মার্চ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি গাছ রোপনের নির্দেশ দিয়েছে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে অনবদ্য ও স্মরণীয় করে রাখতেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে অথবা সুবিধাজনক স্থানে ১০০টি করে গাছ রোপনের এই নির্দেশনা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত পরিপত্র জারি করে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়।

মাউশির মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে অনবদ্য ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নিদের্শনা দিয়েছে।

আগামী ১৭ মার্চ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অথবা নিকটবর্তী সুবিধাজনক স্থানে ১০০টি ফলদ, বণজ, ভেষজ ও ফুল গাছ রোপণ করবে।

পরিপত্রে আরও বলা হয়, ১৭ মার্চের আগে প্রতি প্রাত্যহিক সমাবেশে ‘বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরে তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করবেন শিক্ষকরা।

‘মুজিববর্ষে অনড় পণ-পরিবেশের সংরক্ষণ’ নামক প্রজেক্টটির কার্যক্রমের অংশ হিসেবে ১৭ মার্চের আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের ভূমিকা বিষয়ে অবহিত ও সচেতন করতে হবে বলে জানিয়েছে মাউশি।

এছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান উপযুক্ত কর্মসূচির ভিত্তিতে একটি ডকুমেন্টারি তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।

আরও পড়ুন:  মাদরাসা খুলে দিতে সিলেটের শীর্ষ আলেমদের আহবান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১