
ছবির এই লোকটির নাম আব্দুস সামাদ। বয়স ৮০বছর। দু’দিন থেকে তিনি নিখোঁজ রয়েছেন তিনি। তাঁর সন্ধান পেতে পরিবারের লোকজন পেরেশান।
সুনামগঞ্জ শহরের জামাইপাড়া আবাসিক এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি গত রবিবার বিকেলে কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যান। আর ফিসে আসেন নি।
নিখোঁজের ঘটনায় তার ছেলে সাইফুল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি (নং- ৪৮৮) করেছেন।
পিতার সন্ধান পেতে সুহৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা কামনা করে নিম্ম ঠিকানা এবং মোবাইল নাম্মারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সাইফুল ইসলাম। যোগাযোগের ঠিকানা: মেনজ ক্লাব, লন্ডন প্লাজা, সুনামগঞ্জ। মোবাইল: ০১৭৬৪ ৬৭০০৬৬, ০১৭০৬ ০৯৯১৯৩
নিখোঁজ ব্যক্তির বর্ননা: নাম আব্দুস সামাদ (৮০), পিতা মৃত সিকান্দার আলী, মোহনা-৫, জামাইপাড়া, সুনামগঞ্জ। গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল সামান্য লম্বাটে, মাথার চুল সাদা, চোখের রং কালো মাঝারী গড়নের, উচ্চতা প্রায় ৫ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল আকাশী রং এর পাঞ্জাবী ও লুঙ্গি। তিনি মানসিক ভারসাম্যহীন ও মুখের কথা অষ্পষ্ট।