সিলেটের বার্তা ডেস্ক:: স্বামীসহ পাপিয়াকে ফের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
যুব মহিলালীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর পৃথক তিন মামলায় আবারও ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (১১ মার্চ) ৩০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ রিমান্ডের আদেশ দেন।
তিন মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করেন দুই তদন্ত কর্মকর্তা।