জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা কমিটির অন্যতম
সদস্য মরহুম আলহাজ্ব নাদির খাঁন স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত করছেন আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী।
সংবাদ বিজ্ঞপ্তি:: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা কমিটির অন্যতম
সদস্য, সিলেট নগরীর প্রবীণ মুরব্বী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব নাদির খাঁন ছিলেন আলেম-উলামা ও জমিয়তের একনিষ্ট খাদেম।
তাঁর বাসভবন ছিল বৃহত্তর সিলেটের আলেমদের মারকাজ। জমিয়তে উলামায়ে ইসলামের রাজনৈতিক অনেক জরুরী বৈঠক করেছেন সিলেটের প্রথম সারির প্রখ্যাত আলেমরা।
ইসলাম ও ক্বওমি মাদরাসার শিক্ষার প্রচার-প্রসারেও রয়েছে মরহুম নাদির খাঁনের অস্বীকার্য ভূমিকা।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহিফলে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার (১০ মার্চ) বাদ মাগরীর সিলেট নগরীর লেচুবাগানস্থ মরহুম নাদির খাঁনের বাসায় মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছালিম আহমদ কাসেমির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহিদ গলমুকাপনী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি মাওলানা এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আতাউর রহমান,ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ফয়জুল হক জালালাবাদি, মহাগর জমিয়তের সাধারণ সম্পাদক হাফেয মাওলানা ফখরুয্ যামান।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সামাদ, মরহুমে ছেলে আলহাজ নজরুল ইসলাম খান, মুফতী জামাল উদ্দিন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, সাংবাদিক আতিকুর রহমান নগরী,
মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ শাহিদ হাতিমী, আবুল খয়ের, সাধারণ সাম্পাদক ইমরান আহমদ, সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ৪নং ওয়ার্ড সভাপতি মাহবুবুল হক, আসাদ মুহাম্দ উসামা প্রমুখ।
আলোচনা সভার পর এশার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন আল্লামা আব্দুস শহিদ গলমুকাপনী।