নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা প্রশাসক (ডিসি) ভবন এর পেছনে পুড়ানো হলো প্রায় ৫৫টি মামলার আলামত।
বিষয়টি আজ মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
পুলিশ সূত্র জানায়, সিলেটের বিভিন্ন বিচারিক আদালতে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৫৫টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল ৪ কেজি ১৪৫ গ্রাম গাঁজা, ফেনসিডিল ১২ বোতল, ইয়াবা ট্যাবলেট ২৫৯ পিস ও ছোলাই মদ ৮.২৫ লিটার।
সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিত্যক্ত ভবনের উত্তর পাশে এসব আলামত ধ্বংস করা হয়।
সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের মো. সাইফুর রহমান, কোর্ট পরিদর্শক মাহবুব রহমান, সিএসআই আইয়ুব আলীর উপস্থিতিতে আলামতগুলো ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।