রেজওয়ান করিম, গোয়াইনঘাট:: ইমরান আহমদ কারিগরি কলেজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে সিলেট জেলা পরিষদ কতৃক বাস্তবায়নাধীন একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় ভবন নির্মাণ কাজ নিয়ে তিনি জেলা পরিষদ প্রকৌশলীর সাথে আলোচনা করেন।
পরে ইমরান আহমদ কারিগরি কলেজে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরীর ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সালুটিকর কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন, কোম্পানিগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুকন উদ্দীন, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমেদ, রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।