সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাছিমপুরে ঠিকাদার ফরহাদের উপর সন্ত্রাসী হামলা, বিচার দাবি কন্ট্রাক্টর এসোসিয়েশনের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১০, ২০২০, ০২:১০ পূর্বাহ্ণ

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর মাছিমপুরে ঠিকাদার ফরহাদুর রহমানের উপর হামলা চালিয়েছে কতিপয় স্থানীয় সন্ত্রাসীরা। এতে তিনি গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার প্রথম শ্রেণির ঠিকাদার ফরহাদুর রহমান।

রোববার (৮ মার্চ) এঘটনাটি ঘটে।

এদিকে ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন কণ্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

তারা ৯ মার্চ, মঙ্গলবার সিসিক মেয়র বরাবরে প্রদত্ত এক স্মারকলিপিতে এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
৪৬ জন ঠিকাদার স্বাক্ষরিত এই স্মারকলিপিতে ঠিকাদাররা উল্লেখ করেন এই সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনা সিলেট সিটি কর্পোরেশনের জন্য মানহানীকর। এরকম কর্মকান্ডের ফলে সাধারণ ঠিকাদারবৃন্দ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন। অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রের মাধ্যমে তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১