সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে চুল কাটা নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে
তাদের মধ্যে গুরুতর ৭ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অপর ৩ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯ টায় উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের একটি সেলুনে গত ১৫ দিন পূর্বে চুল কাটাকে কেন্দ্র করে রফিনগর ও ব্রাম্মনের চক গ্রামের দুই যুবকের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে রোববার রাত ন’টার দিকে আজিমগঞ্জ বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে ব্রাম্মনের চক গ্রামের এখলাছ আলী (৫৫), সামাদ আহমদ (২২), জাকির হোসেন (২৬), ফজল করিম (৩৬) এবং রফিনগর গ্রামের আল আমিন জাকির (২৬), জাবেদ আহমদ (২৭), জুনেদ আহমদ (২১) গুরুতর আহত হন।
রাতেই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপর আহত ৩ ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বড়লেখা থানার এসআই রাকিব মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।