লিটন পাঠান, মাধবপুর:: ৫০ বোতল ফেন্সিডিলসহ পুলিশ ৩জনকে আটক করলেও আরো ৩ মাদক কারবারি পালিয়ে গেছে। সোমবার রাতে হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৬নং বস্তির মৃত নরেশ পান তাঁতির ছেলে সঞ্জয় পান তাঁতি (২৮), একই এলাকার বিনোদ পান তাঁতির ছেলে বিযুষ পান তাঁতি (৩১) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগানের ফেলুয়া বস্তির অতুল পান তাঁতি লক্ষিন্দর এর ছেলে বিশ্বনাথ পান তাঁতি(২১)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) মধ্যরাতে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের সিমান্তের নিকটবর্তী ১৬ নম্বর ও ১৭ নম্বর সেকশন এর মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের উড়িষ্যা লাইনের মৃত পরবাদ পান তাঁতির ছেলে শান্তি কুমার পান তাঁতি (৪৫), একই এলাকার ১৬ নম্বর বস্তির মৃত মঙ্গল জরার ছেলে ভুট্টো জরা (৩২) ও একই উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের বাহার মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৮) নামে তিন মাদক পাচারকারী পালিয়ে যায়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা (নং:১২ (৩)২০২০) দায়ের করা হয়েছে।