আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৩০

ফ্রান্সে নামাজরত মুসল্লিদের ওপর বন্ধুরধারীর হামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ০৩:০২ অপরাহ্ণ
ফ্রান্সে নামাজরত মুসল্লিদের ওপর বন্ধুরধারীর হামলা

ফ্রান্সে নামাজরত মুসল্লিদের ওপর বন্ধুরধারীর হামলা

আন্তর্জাতিক বার্তা::ফ্রান্সের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।একজন বন্দুকধারী।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে রাজধানী প্যারিসের ‘রু দে তাংগের’ এলাকার ওই মসজিদে প্রবেশ করে বন্দুকধারী। এরপর নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলে চালায়। এ হামলায় একজন মুসল্লি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গুলি চালানোর পরই ওই হামলাকারী পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করেছে। হামলাকারী বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী হেলমেট পরা ছিলেন। এবং এলোপাতাড়ি গুলি চালিয়েই একটি স্কুটারে চড়ে পালিয়ে যায়। এ সময় মসজিদে ১১ জন অবস্থান করছিলেন।

এদিকে এ ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির মুসলিম কমিউনিটি।

কারণ গত কয়েক মাসে ফ্রান্সে এ নিয়ে কয়েকটি মসজিদে হামলার ঘটনা ঘটল।

দেশটিতে মসজিদে ইসলামবিদ্বেষী হামলা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে দেশটিতে।

এ ব্যাপারে সরকারের কাছে উদ্বেগের কথা জানিয়ে মসজিদ ও অন্যান্য ইসলামি কেন্দ্রের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী।

এ ছাড়া অন্যান্য ধর্মীয় স্থাপনার নিরাপত্তাও নিশ্চিত করতে অনুরোধ করেছেন তারা।

কিছুদিন আগে উগ্র জঙ্গি গোষ্ঠী ‘দায়েশ’ ফ্রান্সে ভয়াবহ হামলা চালায়। এরপর থেকে দেশটিতে ইসলাম বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

যে কারণে দেশটির মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নানা জায়গায় তাদের চাপের মুখে পড়তে হচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরাক ও সিরিয়া থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূল হওয়ার পর ইউরোপীয় দেশগুলো থেকে ওই গোষ্ঠীতে যোগ দেয়া জঙ্গিরা এখন নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছে। সেখানে তারা নানা সহিংসতায় জড়িয়ে পড়ছেন।

আরও পড়ুন:  আমরুল্লাহ সালেহ নিজেকে আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭