খেলাধুলা বার্তা:: সিলেটে পর্দা উঠেছে ‘বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০’-এর এর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই লীগের আয়োজন। সিলেটের ১০টি দলের অংশগ্রহণে লিগের খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে অনির্বাণ ক্রিকেট ক্লাব ও জালালাবাদ একাদশ।
আজ সোমবার (৯ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিমসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।